মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর আমন্ত্রণ গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। আপাতত নয়াদিল্লিতে এসেছেন মুইজ্জু। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি জানিয়েছেন, মলদ্বীপের প্রেসিডেন্টের কাছ থেকে সেই দ্বীপরাষ্ট্র ভ্রমণে যাওয়ার আমন্ত্রণ পেয়ে তা গ্রহণ করেছেন মোদি। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, মুইজ্জুর অতিথি আপ্যায়ণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জুকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি যারপরনাই আনন্দিত। আমাদের আজকের আলাপ-আলোচনায় আমরা আর্থিক যোগ, সাংস্কৃতিক যোগাযোগ উন্নত করার কৌশল সম্পর্কে কথা বলেছি। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন, জল সম্পদ, মৎস্য এবং আরও নানা বিষয়ের মতো সেক্টরে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেই বিষয়েও কথা হয়েছে।”

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি