
মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ জানালেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন | সূত্রের খবর, আগামী ৩০ শে আগস্ট বিগ বি বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী |
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিগ বি ও জয়া বচ্চনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক । গত বছর নেতাজি ইন্ডাস্ট্রিডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেছিলেন অমিতাভ বচ্চন | শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন “বাংলার জামাই” বলে |
প্রসঙ্গত, বছর হলেই লোকসভা নির্বাচন | সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে আই এন ডি আই এন | তার আগে ৩০ শে আগস্ট মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী । পরদিন 31 আগস্ট শরৎ পাওয়ারের বাড়িতে চারচক্রে যোগ দেবেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়