বছরের প্রথম দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, তার পরই মমতার বাড়িতে যান ফিরহাদ হাকিমও। কী কারণে আচমকা অভিষেক মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন, তা নিয়ে তুঙ্গে জল্পনা।
প্রসঙ্গত ইতিমধ্যেই দলে নবীন প্রবীণ নেতা ইস্যুতে দলের মধ্যে মতপার্থক্য রয়েছে | এদিন সুব্রত বক্সি বলেন, “অভিষেক আগামী লোকসভা নির্বাচনে লড়াই করলে, আশা করি, ও লড়াই থেকে পিছিয়ে আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে।” আর তাঁর এই মন্তব্যে তীব্র আপত্তি তোলেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
More Stories
রাজ্যজুড়ে চলছে ট্যাব দুর্নীতির তদন্ত
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
আচমকা নবান্ন চত্বরে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে হাজির এক ব্যক্তি