বন্ধুর বিয়েতে মন খুলে নাচতে দেখা গেল বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে | বরের বেশে ছন্দ মিলিয়ে তার সঙ্গে নাচলেন ফারহান আখতার | জিন্দেগি না মিলে দোবারা ও সেনোরিটা গানের তালে নাচলেন দুই বন্ধু | তাদের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই মুগ্ধ অনুরাগীরা |
জিন্দেগি না মিলে দোবারা ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই দুই অভিনেতা | ক্যামেরার সামনে হৃত্বিক রোশন এবং ফারহান আখতারের নাচের ভিডিও ফিল্ম ফেয়ারে ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হয় | আর তা দেখে মুগ্ধ অনুরাগীরা |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়