পূর্ব বর্ধমানের কেতুগ্রামে স্প্লিন্টার ছিটকে এক বৃদ্দার আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বারান্দা গ্রামের বাসিন্দা শৈলেন মাঝি। মা পদ্মা মাঝির সঙ্গেই থাকতেন তিনি। শনিবার রাতে শৈলেনবাবু না থাকায় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। মধ্যরাতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। চমকে ওঠেন বৃদ্ধা ও তাঁর প্রতিবেশীরা। একটু ধাতস্থ হয়ে বৃদ্ধার বাড়িতে যান প্রতিবেশীরা। দেখেন লন্ডভন্ড গোটা ঘর। ভেঙে গিয়েছে ঘরের দরজা। চূর্ণ-বিচূর্ণ ঘরের আসবাবপত্র। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘরে মজুত রাখা বোমা থেকেই এই বিস্ফোরণ। যদিও বাড়ির মালিক শৈলেন মাঝির অভিযোগ, বাইরে থেকে তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল। যদিও বোমা থেকেই এই বিস্ফোরণ কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।তবে এই ঘটনার পিছনে অন্য কোন কারন আছে কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।