মঙ্গলবার থেকে কমলা সতর্কতা জারি। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং ও কালিম্পং জেলায়। এদিকে উত্তরবঙ্গে শুরু ভারী বৃষ্টি। হবে অতি ভারী বৃষ্টির স্পেল। শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে অনেকটাই। সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পারে আজ ও কালকের বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উপকূলের দু-একটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ