ভূমিকম্পের জেরে কেঁপে উঠল তুরস্ক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ভূমিকম্পের ফলে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। শুক্রবার রাত ৮.৫৫ নাগাদ পূর্ব তুরস্কের এলাজিগ প্রদেশের একটি ছোট শহর সিভরাইসে কম্পন অনুভূত হয়। তবে প্রায় ৩০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। তবে ভূমিকম্পের পরেও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি ঘর তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে, যদিও সূএের খবর, বেশ কয়েকজন ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। তাদের এখন উদ্ধার করা যায়নি বলে খবর। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলকর্মীরা। সূএের খবর, তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান টুইটারে বলেছেন, এলাজিগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশেই রয়েছে সরকার। তাদের সম্পূর্ণ সাহায্য করা হবে। এ বিষয়ে সমস্ত দপ্তরকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।