বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে দুই শতাধিক ঘর। সূত্রের খবর, বুধবার রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তি থেকে আচমকাই ধোঁয়া উঠতে লক্ষ্য করেন স্থানীয়রা।
এরপর সেই আগুন ক্রমেই একের পর এক বাড়ি গ্রাস করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। জানা গিয়েছে, ঘটনার দিন সকাল পৌনে ১০টা নাগাদ আগুন লাগে রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘টি’ব্লক বস্তিতে।
প্রথমে সেখানে বাঁশ ও টিনের তৈরি একটি ঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে অন্য ঘরগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। কোনওক্রমে বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনও জিনিসপত্র বের করতে পারেননি তাঁরা। আগুন লাগার খবর পেয়ে দমকলের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’শোরও বেশি ঘর। নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার সম্পত্তি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ভয়াবহ অগ্নিকান্ডে আতঙ্কিত স্থানীয় এলাকাবাসি।