
করোনার ভ্যাকসিন নেওয়ার লাইনে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনায় বন্ধ করে দিতে হল টিকাকরণের কাজ। লাইনে উপস্থিত মানুষের ভিড় উপচে পড়ায় স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতেই পারলেন না টিকাকর্মীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জানা গেছে, এদিন টিকা নিতে ওই স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করেন এলাকার কয়েকশ বাসিন্দা। টিকা পাওয়ার আশায় ভ্যাকসিনের লাইনে শুরু হয় চরম বিশৃঙ্খলা। এগারোটা নাগাদ স্বাস্থ্যকর্মীরা এলে বিশৃঙ্খলার জন্য তারাও স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে পারেন নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ভ্যাকসিন দেওয়ার কাজ।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া