![](https://tvbangla.co.in/wp-content/uploads/2021/09/IMG_20210902_220805-1024x461.jpg)
মালদা- ভ্যাকসিন নিয়ে উত্তাল গাজোল। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ। মালদার গাজোলে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। চল্লিশোর্ধ ব্যক্তিদের আজ গাজোল গ্রামীণ হাসপাতাল ভ্যাকসিন দেওয়ার কথা ছিল কিন্তু সেই ভ্যাকসিন না মেলায় বিক্ষোভ দেখান ভ্যাকসিন নিতে আসা কয়েকশো পুরুষ ও মহিলা।অভিযোগ সকাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না মেলায় ক্ষোভে ফেটে পড়ে বহু মানুষ। বাধ্য হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী