
ভ্যাকসিন না পেয়ে জাতীয় সড়ক অবরোধ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। বুনিয়াদপুর এর রশিদপুর গ্রামীণ হাসপাতালে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকার পর এদিন দুপুরে ভ্যাকসিন না মেলায়, পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন এবং বংশীহারী থানার পুলিশ। বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার এর সাথে বুনিয়াদপুর পৌরসভা চেয়ারম্যান অখিল বর্মনের বাকবিতন্ডা।
এদিকে 512 জাতীয় সড়ক অবরোধের ফলে, বালুরঘাট- মালদা ও বালুরঘাট – রায়গঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
More Stories
মার্চ থেকেই বাড়ছে গরম
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া