ভ্যাকসিন না পেয়ে জাতীয় সড়ক অবরোধ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। বুনিয়াদপুর এর রশিদপুর গ্রামীণ হাসপাতালে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকার পর এদিন দুপুরে ভ্যাকসিন না মেলায়, পথ অবরোধে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মন এবং বংশীহারী থানার পুলিশ। বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার এর সাথে বুনিয়াদপুর পৌরসভা চেয়ারম্যান অখিল বর্মনের বাকবিতন্ডা।
এদিকে 512 জাতীয় সড়ক অবরোধের ফলে, বালুরঘাট- মালদা ও বালুরঘাট – রায়গঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি