বুধবার ভোর রাতের জোরদার কালবৈশাখী। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭১ কিমি। আগামী ১০ তারিখ পর্যন্ত কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪২.৬ মিমি। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাএা ২১.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাএা ৩২ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাএা ছিল ৩৫ডিগ্রি সেলসিয়াস।
একটি অক্ষরেখা পূর্ব বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্যে ঢুকছে জলীয়বাষ্প। ঝাড়খন্ড অঞ্চলে কিয়ামুলোনিম্বস মেঘ তৈরি করে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি করছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে।
রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আগামী চার দিন ওই এলাকাতেই অবস্থান করবে নিম্নচাপ। আপাতত ঝড়ের কোন সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। আন্দামান এলাকায় নিম্নচাপের উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর।