তীব্র গরম থেকে রেহাই দক্ষিণবঙ্গবাসীর। শুক্রবার ভোররাত থেকেই বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে অবশ্য এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া। লাগাতার দুর্যোগ থেকে মিলতে পারে মুক্তি। কমতে পারে বৃষ্টি।
মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমীর, কোটা শিবপুরি ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া কাঁথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত একই অক্ষরেখা রয়েছে যেটি বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে কুমারগ্রামে ১১০ মিলিমিটার। বারোবিষায় ৯০ মিলিমিটার। উত্তরবঙ্গে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, প্রবল বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে।
More Stories
উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ
উত্তুরে হাওয়া প্রবেশ করেছে বঙ্গে
আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত