November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভোট গণনা উপলক্ষে অতিরিক্ত ট্রেনের সুবিধা আগামীকাল

আগামিকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা। ৮ টায় শুরু হবে গণনা। সেই কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখায় একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, শিয়ালদহ থেকে ভোর ৪ টে বেজে ৫০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। যেটি ক্যানিং পৌঁছবে ৬ টা বেজে ৩ মিনিটে। ট্রেনটি প্রতি স্টেশনে দাঁড়াবে। রেলের তরফে খবর, জেলা প্রশাসনের আবেদন মেনেই এই স্পেশাল ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলার ৪২টি লোকসভা আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৮০ হাজার ৫৩০টি। ৩৯৪টি স্ট্রংরুমে রাখা রয়েছে ইভিএম। ভোটগণনা কেন্দ্র ৫৫টি। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। পোস্টাল ব্যালট ও ইটিবিপি গণনা হবে ৮৬টি কাউন্টিং হলে। মোট ৪ হাজার ৯৪৪ টি কাউন্টিং টেবিলে হবে গণনা। ওই টেবিলগুলিতে একজন করে সুপারভাইজার, কাউন্টিং ও মাইক্রো অবজার্ভার থাকবেন। ভোটগণনা দেখভালের দায়িত্বে মোট ৪১৮ জন। মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজারেরও বেশি গণনা কর্মী থাকবেন।