Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি সন্নিহিত অঞ্চল নেপাল | গতকাল দুপুর নাগাদ কম্পন অনুভূত হয় | রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪ | জানা গিয়েছে ভূমিকম্পের উৎস স্থল নেপালের জুমলা থেকে 69 কিলোমিটার দূরে | মাটির ১০ কিলোমিটার গভীরের একটি জায়গা |
প্রসঙ্গত, দিল্লির মতো উত্তরাখন্ড একই সময় কম্পন অনুভূত হয় | রাজ্যের পিথাগর থেকে ভূমিকম্পের উৎসস্থল ছিল ১৪০ কিলোমিটার উত্তরে | তবে গত কয়েক মাস ধরে একাধিকবার ভূমিকম্প হয়েছে নেপালে |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব