
Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ভূমিকম্পে কেঁপে উঠল বীরভূমের বেশ কয়েকটি জায়গা | জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বীরভূমের সদর শহর সিউড়ি থেকে ৬২ কিলোমিটার দূরে। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দুমকা জেলার বাঁশকিয়া এলাকায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৭০। তবে এদিনের ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন