
Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি | গোটা উত্তরাখণ্ডে এদিন ১৫ সেকেন্ডের জন্য ক্ষেপে উঠে | জানা গেছে রিকটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮ | এ দিন দুপুর ২ :২৮ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় ।
তবে এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি | প্রসঙ্গত গত নভেম্বরে চারবার ভূমিকম্প হয়েছে রাজধানীতে | যার উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিমি গভীরে | তবে সেই ভূমিকম্পের হত্যার কোন খবর পাওয়া যায়নি |
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স