December 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভুয়ো খবর রুখতে নয়া সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের

বর্তমান সময়ে চীনা করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব আতঙ্কিত | প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সাধারণ মানুষের মনে ভয়ের সৃষ্টি হচ্ছে | আর এই পরিস্থিতিতে যে কোনো ভুয়ো খবর ছড়িয়ে পড়া থেকে রুখতে নয়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ | মহামারী করোনা নিয়ে যাতে ভুয়ো খবর মানুষের কাছে না পৌঁছায় তার জন্য মেসেজ ফরওয়ার্ড এর উপর নিষেধাজ্ঞা আরোপ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ | আগে যে কোন মেসেজ 5 জনকে একসাথে পাঠানো যেত | কিন্তু নয়া নিয়ম অনুযায়ী, এখন কোন ফরওয়ার্ডেড মেসেজ একজনের বেশি কাউকে আর পাঠানো যাবে না |
আগে যে কোন ভুয়ো তথ্য, কোন প্রমাণ ছাড়াই দ্রুত ছড়িয়ে পড়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে | এতে বিভ্রান্তি সৃষ্টি হতো | তাই এই বিষয় নিয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন | আগে অনেকবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার অভিযোগ এসেছে| একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনে | তবে বিশ্বের এই সঙ্কটজনক সময় করোনা পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়া বন্ধ করতে এবার বিশেষ উদ্যোগে হোয়াটস্যাপ কর্তৃপক্ষ | এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে | তবে শুধুমাত্র করোনা পরিস্থিতিতেই এই নিয়ম চালু থাকবে, নাকি পরে একই নিয়ম থাকবে তা এখনো জানা যায়নি |