ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা। বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তিনটি কল সেন্টারে হানা দিয়ে এক মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই বিধাননগর এলাকায় ভুয়ো কল সেন্টারের আড়ালে শতাধিক ব্যক্তি বিদেশি নাগরিকদের প্রতারণা করছে বলে খবর আসে। সেই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তিনটি ভুয়ো কল সেন্টারের খোঁজ পায়। সেই তথ্য ধরেই গতকাল কেষ্টপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই এক মহিলা সহ এক মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই তিনটি কল সেন্টারের আড়ালে শতাধিক যুবক যুবতী বিদেশি নাগরিকদের মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতি দিত এবং তার পরিবর্তে প্রত্যেকের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করতো। এদের কাছ থেকে ৪১টি মোবাইল, ৩৯টি সিম বেসড টেলিফোন রিসিভার, ৮টি অ্যাটেনডেন্স রেজিষ্টার, ৩১টি ডাটা শিট, ৩টি প্যান কার্ড, ৬টি ডেবিট কার্ড, ২টি ল্যাপটপ সহ একাধিক ডকুমেন্টস উদ্ধার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর আবেদন জানাবে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। এদের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির