
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
বৃহস্পতিবার বা শুক্রবার ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত তাদেরও বার্তা দেওয়া হবে | কারণ তাদের নিয়ে আন্দোলন | সেই আন্দোলন তিনি দিল্লিতে নিয়ে যেতে চাইছেন | তারই সুর তিনি বেঁধে দেবেন | বৈঠকে এমনটাই জানা যাচ্ছে । প্রতিটি জেলায় দেখানো হবে অভিষেকের এই ভার্চুয়াল বার্তা ।
প্রসঙ্গত, দিল্লি কর্মসূচির আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে আন্দোলন যে দাবির কথা তারা বলছেন সেই দাবি আরো একবার মানুষের কাছে পৌঁছে দিতে | দিল্লি যাওয়ার ডাক অর্থাৎ নবজোয়ার কর্মসূচি বারবার দিয়ে এসেছেন অভিষেক | বলেছিলেন প্রয়োজনের দিল্লিতে গিয়ে ধরনা দেব | যদিও বিভিন্ন ক্ষেত্রে অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ তৃণমূলের | তবে এবার অক্টোবরের দুই এবং তিন তারিখ দিল্লিতে কর্মসূচি ঠিক হয়ে গিয়েছে | তাই এবার সবার কাছে দিল্লির সফর সম্পর্কে বার্তা দিতে চাইছেন অভিষেক |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়