
ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। দক্ষিণেও ঢুকে পড়েছে বর্ষা। জেলায়-জেলায় বাড়ছে বৃষ্টি। চলছে বজ্রপাতও। আর এই বজ্রপাতে বুধবার দুই জেলায় মোট ১১জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই লাগাতার বৃষ্টির ফলে নামবে রাজ্যের তাপমাত্রার পারদ। স্বস্তি পাবেন রাজ্যবাসী।
দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রাজ্যে বর্ষার প্রবেশ। সাধারণত ১২ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। তবে ৭ দিন পর কলকাতায় বর্ষা প্রবেশ করল। উত্তরে দীর্ঘদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ থেকে ২২ জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ বর্ষা কেবল শুরু হয়েছে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা