January 9, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভারত বাংলাদেশ বর্ডারে পাহারারত জওয়ানদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা

ভারত বাংলাদেশ বর্ডারে পাহারারত 44 BN BSF জওয়ানদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা মালদা জেলার হবিবপুর ব্লকের শিরশী ক্যাম্পে।
আজকে পবিত্র রাখি উৎসব। প্রত্যেক বোন/দিদি তাদের ভাই/দাদাদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব সুন্দরভাবে পালন করছে। কিন্তু সীমান্তে পাহারারত জওয়ানরা রাখি উৎসবে নিজেদের বোন/দিদিদের মুখটাও দেখতে পেলো না। ওরা দেশের জন্য পাহারা দিয়ে চলেছে বছরের 365 দিনই। তাই ওরা দেশকে সুরক্ষা দিতে গিয়ে নিজের পরিবারের কথা ভুলে গেছে। এইমত অবস্থায় সীমান্তে পাহারারত জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। শঙ্খ,উলধোনি দিয়ে কলা,সিঁদুর,চন্দন,ধান, দুব্বা, দিয়ে তাদের পূজা করার পর প্রত্যেক জওয়ানদের মিষ্টি মুখ করানো হলো।