যত দিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা | তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও | চিনা করোনা ভাইরাসের থাবা গোটা বিশ্বে | এবার সেই কোপ ক্রমশ জটিল হচ্ছে ভারতেও |
রবিবার পর্যন্ত দেশে কোভিড19 এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 77 জনের | কিন্তু গত 24 ঘণ্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 109 | অর্থাৎ গত 24 ঘণ্টায় 32 জনের মৃত্যু হয়েছে করোনার গ্রাসে | পাশাপাশি গত 24 ঘন্টায় নতুন করে 693 জনের শরীরে কোভিড19 এর হদিশ মিলেছে | প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনার থাবায় আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 4077 জন | তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 291 জন | এখনো পর্যন্ত ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র | এই সংকটজনক পরিস্থিতিতে করোনা মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার |