December 25, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কে জন্ম দিলেন নোবেল

বাংলা এসে গান গেয়ে খ্যাতি হল গায়ক মইনুল আহসান নোবেলের | এরপরই তিনি বহু বিতর্কে জড়িয়েছেন | এবার ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কে জন্ম দিলেন |

সোশ্যাল মিডিয়া যে ভাষা প্রয়োগ করেছেন তা লেখার অযোগ্য | টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ | এই হার মেনে নিতে পারেনি নোবেল | তারপরই তিনি সোশ্যাল মিডিয়া ভারতকে তীব্র আক্রমণ করেন | ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কে ব্যঙ্গ করে লিখেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল | এরপরই অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি | এই থেকে শুরু হয় বিতর্কের ঝড় |