বাংলা এসে গান গেয়ে খ্যাতি হল গায়ক মইনুল আহসান নোবেলের | এরপরই তিনি বহু বিতর্কে জড়িয়েছেন | এবার ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ করে নতুন বিতর্কে জন্ম দিলেন |
সোশ্যাল মিডিয়া যে ভাষা প্রয়োগ করেছেন তা লেখার অযোগ্য | টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ | এই হার মেনে নিতে পারেনি নোবেল | তারপরই তিনি সোশ্যাল মিডিয়া ভারতকে তীব্র আক্রমণ করেন | ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কে ব্যঙ্গ করে লিখেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল | এরপরই অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি | এই থেকে শুরু হয় বিতর্কের ঝড় |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী