
মালদা:-ভাঙ্গনরোধে জলসম্পদ ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া। মঙ্গলবার মালদা শহরের গ্রীন পার্কে সেচ ও জলপথ দপ্তরে গিয়ে সকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আগামী দিনে যাতে কোন প্রকার ভাঙ্গন না হয় এবং ভাঙ্গন হলে আগামী দিনে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।
বৈঠকে মন্ত্রীর সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার সুপারিনটেনডেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম কুমার পাল, দক্ষিণ দিনাজপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন