ভরা কোটালের দুর্যোগের মাঝে নদীতে দুর্ঘটনা। গঙ্গাসাগরের ভরা কোটালের দুর্যোগের মাঝে নদীতে দুর্ঘটনা। গঙ্গাসাগরের কাছে মাছভর্তি দুটি নৌকা উলটে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মৎস্যজীবীরা নিরাপদে উদ্ধার হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কুলপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রলার দুটি উলটে যাওয়ায় প্রায় ৫০ কুইন্টাল মাছ নষ্ট হয়েছে বলে খবর। বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। রাজ্য সরকারের কাছে তাঁরা আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে, ওইদিন ভরা কোটাল ছিল। যার জেরে গঙ্গায় জলস্ফীতি থাকায় মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরও দুটি নৌকা নিয়ে মাছ ধরতে যায় একদল মৎস্যজীবী। একটির নাম এফডি রাজলক্ষ্মী, আরেকটি এফডি মা লক্ষ্মী। দুটি নৌকায় ৪০ থেকে ৫০ কুইন্টাল মাছ ছিল। তা ধরে ফেরার সময়ে গঙ্গাসাগরের বেগুয়াখালির কাছে নৌকা দুটি উলটে যায়। বেশিরভাগ মাছই নষ্ট হয়েছে। তবে স্থানীয়দের সাহায্যে কিছু মাছ উদ্ধার করা হয়েছে।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান