January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভবানীগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

ভবানীগঞ্জ বাজারে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে একটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই দোকান মালিকের নাম সুভাষ কানু । স্টেশনারি দোকান ছিল তার সেই সময় তিনি দোকানে উপস্থিত ছিলেন না। স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা প্রথমে ধোঁয়া দেখতে পায়। এরপর এই দমকল কে খবর দিলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের অভিযোগ,বহুবার বলার পরও বাজারে কোনরকম আগুন নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হয়নি পৌরসভার পক্ষ থেকে। ব্যবসায়ীরা অভিযোগ জানান, বিল্ডিং এর উপর তলায় পৌরসভার পক্ষ থেকে রিপেয়ারিং এর কাজ চলছে সেখান থেকেই হয়তো আগুন লেগেছে। কারণ ওই ব্যবসায়ীর দোকানের বিদ্যুতের সংযোগ বন্ধ করা ছিল।
ব্যবসায়ী সুভাষ কানু বলেন তিনি সেই সময়ে বাসস্ট্যান্ডে একটি কাজে গিয়েছিলেন হলে তাকে ফোনে জানানো হয় তার দোকানে আগুন লেগেছে। তিনি সাথে সাথে এসে দেখে তার দোকান পুড়ে ছাই হয়ে যায়। সূএের খবর, দোকানে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।