October 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় এবার দীপোৎসব নবম বর্ষে পা রাখতে চলেছে

ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় এবার দীপোৎসব নবম বর্ষে পা রাখতে চলেছে। শুধু প্রদীপের আলো নয়, এবার গোটা শহর সেজে উঠবে ঝলমলে ট্যাবলো দিয়ে। তথ্য দপ্তর যোগী সরকারের সাফল্যের উপর ভিত্তি করে ১৫টি আকর্ষণীয় ট্যাবলো উপস্থাপন করবে। অন্যদিকে, পর্যটন ও সংস্কৃতি দপ্তর রামায়ণের সাতটি কাণ্ডের উপর ট্যাবলো তৈরি করছে। সব মিলিয়ে সকেত কলেজে মোট ২২টি ট্যাবলো তৈরি করা হচ্ছে।
জেলা তথ্য অফিসার সন্তোষ কুমার দ্বিবেদী এই কথা জানিয়েছেন। তিনি জানান, তথ্য দপ্তরের ট্যাবলোগুলিতে উত্তরপ্রদেশের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং সাংস্কৃতিক উন্নয়নে সরকারের কাজ তুলে ধরা হবে। এই ট্যাবলোগুলি রাজ্যের সামগ্রিক অগ্রগতিকে প্রতিফলিত করবে।

সন্তোষ কুমার দ্বিবেদী আরও জানিয়েছেন, ট্যাবলোগুলি আকর্ষণীয় এবং প্রযুক্তিনির্ভর করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি দেখতে যেমন সুন্দর হবে, তেমনই আধুনিক প্রযুক্তির ব্যবহার দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।