বর্তমান লক ডাউনের সময় রাজ্যের ভবঘুরে মানুষেরা অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ রাজ্যে যাতে কোন মানুষ না খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়, সে কথা কি মাথায় রেখে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ভবঘুরে থেকে শুরু করে এলাকার দুস্থ পরিবার ও দিন আনা দিন খাওয়া পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন থেকে ব্লক প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এলাকার বেশ কিছু ভব ঘুরেদের মুখে অন্ন তুলে দেওয়া হল কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডুর উদ্যোগে। বর্তমান সময়ে সমস্ত দোকান পাট থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ গুলি বন্ধ হওয়ার কারণে অসহায় হয়ে পড়ে গিয়েছেন এলাকার ভবঘুরেরা, তাই কোলাঘাট লোক প্রশাসনের তরফ থেকে এলাকার সমস্ত ভব ঘুরেদের একত্রিত করে তাদের ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পর তাদেরকে অন্ন তুলে দেয়া হয়, আর প্রশাসনের এই সব কার্যক্রম দেখে এলাকার হতাশ হওয়া ভব ঘুরেদের মুখে হাসি ফুটেছে।