আগামীকাল বোলপুরে প্রশাসনিক বৈঠকের যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপরের দিন বোলপুর শহরের তার রোড শো রয়েছে। মুখ্যমন্ত্রীর বোলপুর সফর ঘিরে প্রস্তুতি কার্যত তুঙ্গে। আগামীকাল প্রশাসনিক বৈঠক হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে।তার পিছনে মুখ্যমন্ত্রীর অবতরণের জন্য হেলিপ্যাড নতুনভাবে নির্মাণ করা হচ্ছে।পাশাপাশি গীতাঞ্জলিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সমগ্র ব্যবস্থাপনার দেখভাল শুরু করেছেন। পরেরদিন বোলপুর শহরের রোড শো হবে তার জন্য দলীয় পতাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কে স্বাগত জানাতে তৈরি হয়েছে বেশ কয়েকটি তোরণ।
অন্যদিকে রোড শোয়ের দিন তৃণমূলের তরফে রবীন্দ্র সংগীত সহ বেশ কিছু লোক সঙ্গীত উপস্থাপন করা হবে। তার চূড়ান্ত প্রস্তুতি চলছে বোলপুর জেলা তৃনমূল কার্যালয়ে। সেই প্রস্তুতি তদারকি করতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উল্লেখ্য গত ২০ ডিসেম্বর অমিত শাহের বোলপুর রোড শো কে ছাপিয়ে যেতে সবরকম প্রচেষ্টা শুরু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
