December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বৈঠকেও মিলল না সমাধান, শনিবার ব্যাংক ধর্মঘটে অনড় ব্যাংক কর্মীরা

সংযুক্তিকরণের প্রতিবাদ, বেতন কাঠামোর পুনর্বিন্যাস, সপ্তাহে পাঁচদিন কাজ-সহ একাধিক দাবিতে ফের ব্যাংক ধর্মঘটের পথে ব্যাংক অফিশার্স অ্যাসোসিয়েশন। আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি, শনিবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। যদিও বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ের ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিনিধিরা বৈঠকে বসার পরও মিলল না সমাধান।

বৈঠকের পরেও নিজেদের অবস্থানে অনড় ব্যাংক ধর্মঘটে শামিল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে ৩টি কর্মী সংগঠন। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, ৩১ জানুয়ারি, শুক্রবার এবং ১ ফেব্রুয়ারি, শনিবার ব্যাংক ধর্মঘট হচ্ছেই। ফলে তার পরেরদিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি, রবিবার তাই সেদিনও বন্ধ থাকবে ব্যাংক। তাই পরপর তিনদিন পরিষেবা না পাওয়ায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। উপরন্তু ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও। ফলে তার জেরে মাসের শেষে বেতন নিয়ে সমস্যার আশঙ্কা করছেন অনেকেই।