বেশ কয়েকটি বিদেশি কুকুরের বাচ্চা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বিদেশি বিড়ালের বাচ্চাও। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে পাচার করা হচ্ছিল ওই বিদেশি কুকুর ও বিড়ালের বাচ্চাগুলো। গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে সেগুলোকে উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আপাতত একটি পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাছে রেখে কুকুর ও বিড়ালের বাচ্চাগুলোর সুরক্ষা করা হবে বলে জানা গেছে। ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। জানা গেছে উদ্ধার হওয়া কুকুরগুলোর মধ্যে ডোবারম্যান, গোল্ডেন রেডরিভার, রডহুইলার সহ বিভিন্ন প্রজাতির কুকুর রয়েছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী