December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিকাশ ভবন অভিযান করল বিজেপি যুব মোর্চা

বেকারত্ব ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিকাশ ভবন অভিযান করল বিজেপি যুব মোর্চা সংগঠন | বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার অবস্থা সল্টলেকে | এদিন দফায় দফায় মিছিল আটকানোর চেষ্টা করেছে পুলিশ | তবে ব্যারিকেড ভেঙে বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে গেরুয়া বাহিনী |

এদিন করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল গেরুয়া বাহিনীর | মিছিলে যোগ দিতে দিল্লি থেকে আসেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্ব সূর্য | এছাড়াও এই মিছিলে যোগদান সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালা সহ অনেকেই | তবে মিছিলে দেখা যায়নি শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কে |