বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল | গত ৫ই মার্চ ২০১০ সালের মঙ্গল কোট মামলায় বেকসুর খালাস পেল অনুব্রত মণ্ডল | বেকসুর খালাস পাওয়ার পরে অনুগত আমাদের জানান “সত্যের জয়” |
প্রসঙ্গত, ২০১০ সালে ৫ই মার্চ মঙ্গলকোট মামলায় মোট উপযুক্ত পনেরো জন | তাদের একজনের আগে মৃত্যু হয়েছে | বাকি ১৪ জন কে এদিন বেকসুর খালাস দিল বিধান নগর আদালত |
তবে গরু পাচার কাণ্ডে জড়িত অনুব্রত মণ্ডল বর্তমানে সংশোধনাগারে । তার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে | আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছে রয়েছেন তিনি | এদিন সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় বিধান নগর এমপি-এলএ আদালতে | রায় ঘোষণা করার পর আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে | তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত জানান, “সময়মতো মুখ খুলব গরু পাচার কাণ্ড নিয়ে | এখন কিছু বলবো না | সময় হলে সব বলবো” |
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির