
দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির ঘাটতি রয়েছে অনেকটাই। সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করতে পারে আজ ও কালকের বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উপকূলের দু-একটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে সরছে।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন