মেঘলা আকাশ আর বৃষ্টি, লক্ষ্মীবারের সকাল থেকেই দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ভোরে ও সন্ধ্যার পর হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। সামান্য বাড়বে তাপমাত্রা। সোমবারের পর আরও কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ।
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ