তিন দশ আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকের ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র | আগামীকাল সেখানেই তার কাঁধের অস্ত্রোপচার হবে বলে জানা গেছে | বর্তমানে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র তীব্র শ্বাসকষ্ট ও বুকের ব্যথা অনুভব করেন | পরদিন একাধিক টেস্ট করার পর ধরা পড়ে নিউমোনিয়া | পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয় । গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি | ওই তীব্র ঝাঁকুনিতে কাঁধের হার ভেঙে যায় তৃণমূল বিধায়কের | এরপর শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রলজিস্ট সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল চিকিৎসার দায়িত্ব নেন মদন মিত্রের | জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার অস্ত্র পচার করা হবে।

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী