আবারও রাজ্যে গণধর্ষণের শিকার এক তরুণী। ঘটনাটি ঘটেছে, বীরভূমের মহম্মদবাজার এলাকায়। অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ। তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা এক তরুণীর সাথে এক যুবকের ফোনে আলাপ হয়। এরপর দুজনের ঘনিষ্ঠতা তৈরি হলে উভয়ে উভয়ের সঙ্গে চায় দেখা করতে। সেই পরিকল্পনা মতো রবিবার সন্ধেয় মহম্মদবাজারের গণপুরের জঙ্গলে ওই তরুণীকে ডেকে পাঠায় যুবক। ওই তরুণীকে বাইকে চড়িয়ে সেকেড্ডা এলাকার গণপুর জঙ্গলের পাশে একটি সাবমার্সিবেল ঘরে নিয়ে যায়। সেখানে ওই তরুনীকে প্রথমে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। এরপর একে একে প্রেমিকের বন্ধু মনিরউদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখ, নীলমাধব মির্ধা রাতভর ওই মহিলার উপর নারকীয় অত্যাচার করে। এরপর জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ভোরবেলা চেতনা ফিরলে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর শারীরিক পরীক্ষা করে সিউড়ি আদালতে গোপন জবানবন্দিও দেন তিনি। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।