
সোমবার ফের একবার বিশ্বভারতীর বিতর্কিত স্মারক নিয়ে উস্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | একই সঙ্গে কেন্দ্রকে ভুল শুধরে দেবার আবেদন জানিয়েছেন | বিশ্বভারতীর বিতর্কিত স্মারক ফলক এখনই সরানো হোক সেই নিয়ে সওয়াল হলেন বাংলার মুখ্যমন্ত্রী |
ফলস্বরূপ বার্তায় আরো একবার মুখ্যমন্ত্রী জানান, “কবিগুরুকে ভুলে আত্মপ্রচার মূলক অহংকারী প্রচার চলছে বিশ্বভারতীতে | শান্তিনিকেতন কে সম্মান দিয়েছে ইউনেস্কো | কিন্তু বর্তমানে সেখানকার প্রাধান্য ভুলে নিজের নামে প্রচার চালাচ্ছেন | ঈশ্বরের দোহাই ওই ফলক সরিয়ে ফেলুন | সেখানে কবি গুরুকে অসম্মান করা হচ্ছে । সামান্য মানবিকতা দেখান সম্মান করুন” ।
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়