বৃহস্পতিবার মেলবোর্নে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত করলেন হরমনপ্রীত কৌররা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। যদিও খেলার শুরুতে স্মৃতি মন্ধানাকে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতীয় টপ-অর্ডারে আঘাত হানে কিউয়িবাহিনী।
তবে এদিন বৃহস্পতিবার দলের হয়ে ব্যাট হাতে ঝলসে উঠতে দেখা গেল শেফালি বর্মাকে। তাঁর ৪৬ রানের চোখ ধাঁধানো ইনিংসের উপর ভর করে রানের ভিত মজবুত করে ভারত। তবে শেফালির সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে যান তানিয়া ভাটিয়া। তিনি ২৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যদিও এরপর ভারতীয় দলের কেউই ক্রীজে সেইরকম টিকে থাকতে পারেনি। ফলে স্কোরবোর্ডে ১৩৩ রান নিয়েই লড়াইয়ে নামেন ভারতীয় বোলাররা।
জবাবে ব্যাট করতে নামলে ভারতীয় পেস আর স্পিনের সামনে রীতিমতো আত্মসমর্পণ করে কিউয়ি টপ অর্ডার। তবে ম্যাচের শেষ দিকে দু পক্ষের রুদ্ধশ্বাস লড়াই মন কাড়ে ক্রীকেট প্রেমীদের। শেষ বলে যখন আর পাঁচ রান বাকি, তখন জেনসেনকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট করেন শিখা। আর তাতেই ৪ রানে জয় নিশ্চিত হয় ভারতের।