January 4, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেল রাঘব -পরিণীতির

দিদির পথে হাঁটতে চলেছে বোন পরিনীতি | বলিউড সূত্রে খবর, সম্প্রতি বিয়ের venue ঠিক করতে রাজস্থানের পৌঁছে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিনীতি চোপড়া | দুজনে মিলে নাকি রাজস্থানের দুর্গ ঘুরে এসেছেন | জানা যাচ্ছে অক্টোবরে বিয়ে করবেন পরিনীতি রাঘব |

পাশাপাশি জানা যাচ্ছে রাজস্থানে ট্যুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেও বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন পরিনীতি | এর আগে প্রিয়াঙ্কা চোপড়াও রাজস্থানে দুর্গতে বিয়ে করেছেন | তবে হাজারো গুঞ্জনের মাঝে রাঘবের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন পরিনীতি চোপড়া | তাও আবার মুখ ফুটে স্বীকার করেননি । আংটি বদলের পরই প্রকাশে আসে তাদের প্রেম |