
আজ আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্ট এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তার আগে গঙ্গার ঘাট পরিদর্শন করেন তিনি | বারানসির মতোই কলকাতায় হবে গঙ্গা আরতি | আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্ম তিথিতে বালুরঘাটে হবে গঙ্গা আরতি| সবরকম প্রস্তুতি সম্পন্ন হলে তার পরই করা হবে গঙ্গা আরতি | এদিন আউট্রাম ঘাটে দাঁড়িয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস |
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই স্বামীজীর জন্মতিথিতে শুরু হবে গঙ্গা আরতি | আলো দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট | প্রশিক্ষিতরা করবেন গঙ্গা আরতি | দর্শক হিসেবে অংশ নিতে পারবেন সকলে |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়