গতবছর বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশে এনেছিলেন রাজ ও পরীমনি | তাদের বহু দাম্পত্য জীবনের ঝগড়া তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ার । তবে এরই মধ্যে নতুন বছরে মিলল সুখবর | রবিবার রাজ ও পরীমনির বিবাহ বার্ষিকী | রবিবার রাতেই রাজকে প্রথম বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে তাদের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী | ক্যাপশনে লেখেন, “হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস” |
শুধু পরীমনি নয় উল্টোদিকে রাজ ও শুভেচ্ছা জানিয়েছেন পরীকে । প্রসঙ্গত, অন্তঃসত্ত্ব থাকার সময় তারা মেটারনিটি ফটোশুট করেছিলেন | সেই ফটোশুটের একটি ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন রাজ | সেই ছবি পোস্ট করে লিখেন, “অসাধারণ একটি বছর পার করলাম আমরা | কিছু স্মৃতি রোমাঞ্চকর, কিছু স্মৃতি উত্তেজনার, কিছু ভোলার নয় | সারা জীবন মনে থাকার মত | আমার স্মৃতি গুলো আমার ভিতরেই আছে।… হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই লেডি” |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী