কিয়ারাকে বড় মালা পরিয়ে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন দিলেন সিদ্ধার্থ | গত মঙ্গলবার সামাজিক রীতি নীতি মেনে গাঁটছড়া বাধলেন কিয়ারা ও সিদ্ধার্থ |
পড়ন্ত রোদকে সাক্ষী রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকারে আবদ্ধ হন দুজনে | এদিন কিয়ারার পরনে ছিল হালকা গোলাপি রঙের লেহেঙ্গা | এবং সবুজ পান্নার গহনা | অন্যদিকে আইভরী রঙের শেরওয়ানি পড়ে এবং মাথায় পাগড়ি পড়ে দেখা গিয়েছে সিদ্ধার্থকে | বিয়ের ছবি শেয়ার করে নিজেদের শেরশাহ সিনেমার স্মৃতির কথা উল্লেখ করেন দম্পতি | তবে জানা যাচ্ছে সিনেমা থেকেই নাকি তাদের প্রেম শুরু | এবং তার পরে বিয়ের পরিণতি |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী