মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানায় এলাকার তেনাচুরায়। ধৃতদের নাম, মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা সুরু শেখ, ডোমকলের বাসিন্দা হাসিবুল ইসলাম, এবং মালদার কালিয়াচকের বাসিন্দা সালাম শেখ ও নূর মহম্মদ। সূত্রের খবর, শনিবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ অভিযান চালায় ইসলামপুর থানায় এলাকার তেনাচুরায়। সেইসময় অস্ত্র কেনাবেচা হচ্ছিল তাঁদের মধ্যে। পুলিশ হাতেনাতে ধরে তাঁদের। উদ্ধার হয়েছে ৭ টি ৭ এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন, ৮৫ রাউন্ড কার্তুজ, ১ টি কারবাইন, ২টি কারবাইন ম্যাগাজিন ও একটি মাস্কেট। পুলিশি জেরায় ধৃতরা জানায় আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচক থেকে নিয়ে আসে সালাম শেখ ও নূর মহম্মদ। এবং তাদের কাছ থেকে সেগুলি কেনে সুরু শেখ ও হাসিবুল ইসলাম। ধৃতদের কাছ থেকে ১ টি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ঘটনাটির পিছনে আরো কোন বড়ো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।