বিপুল কর্মসংস্থান ও ঢালাও লগ্নির পথ খুলে দিতে এবার লজিস্টিককে শিল্পের তকমা দিল রাজ্য। একদিকে পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক করিডর তৈরি, অন্যদিকে লজিস্টিককে শিল্পের মর্যাদা দিয়ে দেশ-বিদেশের বিনিয়োগ টেনে আনার জোড়া কৌশল নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লজিস্টিক হাবগুলিকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের দিকটিও একইসঙ্গে বাস্তবায়িত হবে এই সিদ্ধান্তে, এমনটাই দাবি করা হচ্ছে। একই সঙ্গে তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে প্রায় ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

More Stories
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
খুলে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু, রক গার্ডেন
ব্যস্ত সময়ে ফের থমকাল মেট্রো