October 13, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি

বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভূমিধসে বিধ্বস্ত মিরিক-সহ দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপন্ন হয়েছে বন্যপ্রাণও। আরও ভয়াবহ বৃষ্টি কি হতে পারে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই বিষয়ে আশ্বস্ত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই উত্তরে। তবে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।