
বিনোদিনী নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। ইতিমধ্যে পর্দায় মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী ছবিটি। সে ছবি দর্শকের প্রশংসাও কুড়িয়েছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিতর্কের সূত্রপাত হয় তখনই যখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আগামী ছবিতে বিনোদিনীর চরিত্রের জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। পরিচালকের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে বিনোদিনী হবেন শুভশ্রী। ব্যস এই ঘোষণার পর থেকেই তুলনা শুরু হয়েছে। অনবরত এই তুলনায় বেশ বিরক্ত রাজ ঘরনি শুভ।
দোলের দিন সৃজিতের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এক আনুষ্ঠানিক ঘোষণা পর্বে হাজির ছিলেন শুভশ্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দেন শুভশ্রী। সাংবাদিকদের প্রশ্ন শুনে শুভশ্রীর সপাট জবাব “রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার।
More Stories
সিকান্দার ছবির ট্রেলার এই কাপছে বক্স অফিস
বচ্চন পরিবারে বড়সড় অঘটন!
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিলেন ভাইজান