দেশজুড়ে লকডাউনের মধ্যেই মঙ্গলবার ভোরে শোনা গেল খুশির খবর। মা হলেন অভিনেএী কোয়েল মল্লিক। এদিন ভোর পাঁচটা নাগাদ দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এই খবরে খুশির ঢল নেমেছে বিনোদন জগতে।
প্রযোজক নিসপাল সিং রানের ঘর আলো করে এলো পুত্র সন্তান। এই খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ঢল নেমেছে। সাথে নবজাতকের মুখ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই। নতুন সদস্য কে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মল্লিকবাড়ি এবং সিং পরিবারে।
2013 সালে প্রযোজক নেসপাল সিং এর সঙ্গে গাঁটছড়া বাঁধা কোয়েল মল্লিক। গতবছর কোয়েল মল্লিক অভিনীত মিতিনমাসি ছবি মুক্তি পাওয়ার পর শোনা গিয়েছিল তার মা হওয়ার কথা। এরপর ফেব্রুয়ারি মাসে নিজের বিবাহবার্ষিকীর দিনই ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল নিজের মা হওয়ার খবর জানিয়েছিলেন। এরপরে লকডাউন পরিস্থিতিতেই তাদের পরিবারের নতুন সদস্য।