July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিধ্বংসী আগুন টেংরায়

বিধ্বংসী আগুন টেংরায় | একটি প্লাস্টিক কারখানা আগুন লাগে | সোমবার সকালে এগারোটা নাগাদ প্লাস্টিক কারখানা আগুন লাগে । এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন | তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয় | তবে তারই মধ্যে প্লাস্টিক কারখানার পাশাপাশি চপ্পলের কারখানাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে |

প্রসঙ্গত, এদিন টেংরা থানা এলাকার একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে | এরপর বারোটা নাগাদ সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা | জানা যায় ওই গুদামে দাহ্য পদার্থ মজুত থাকার দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে | প্রথমে ঘটনা ঘটনাস্থলে আসে দমকালি দুটি ইঞ্জিন | পরে আসে আরো ছয়টি ইঞ্জিন | প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ।